Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে ইইডি – নেত্রকোণা।

ইইডি ইতিহাস:

স্বাধীনতা যুদ্ধ উত্তর যুদ্ধবিধস্ত বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের পূন:নির্মাণ ও মেরামতের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে একটি “প্রকৌশল ইউনিট” গঠনের মাধ্যেমে আজকের এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সৃষ্টি করেন। স্বাধীনতার পর থেকেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার প্রত্যয়েদেশের প্রতিটি মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে কাজ শুরু করেন ।

         

          পরবর্তীতে 1983 সালে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট নামে একটি প্রকৌশল ডিপার্টমেন্ট সৃষ্টি (শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশে) করা হয়। এরপর 1986 সালে 571 জনবল নিয়ে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট নাম পরিবর্তন করে “শিক্ষা প্রকৌশল অধিদপ্তর” নামকরণ করা হয় । বর্তমানে মাঠ পর্যায়ে 9 টি সার্কেল ও 65 টি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এবং 495 টি উপজেলায় উপ-সহকারীর কার্যালয়ের মাধ্যমে  “শিক্ষা প্রকৌশল অধিদপ্তর” এর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।


 এ লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডগুলো বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার পায় । শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মান, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারন ও রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ অধিদপ্তরের নিবেদিত প্রকৌশলী ও কমকর্তা-কর্মচারীগণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নততর অবকাঠামো তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । নিরাপদ ও উন্নত পরিবেশ শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করণের পথ সুগম হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতা হ্রাস পেয়েছে। ফলে , SDG এর লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে।


ভিশন ২০২১ সালের মধ্যে সবার জন্য মানসম্মত ও যুগোপযোগী শ্রেণিকক্ষ নির্মাণ এবং সুশিক্ষিত, দক্ষ ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানব সম্পদ সৃষ্টি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীগণ নিরলস কাজ করে যাচ্ছে।


রুপকল্প ২০4১ এর আওতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার প্রসারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধাসহ ভবন নির্মাণ করে যাচ্ছে ।



একনজরে গুরুত্বপূর্ণ তথ্যাদি:  ইইডি – নেত্রকোণা জেলা।



১. অফিসের নাম: জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোণা জোন।


২. অফিসের অবস্থান: নিজস্ব ভবন, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোনা।


কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা:

ক্রমিক নং

পদবী

পদ সংখ্যা

কর্মরত পদ

শূন্য পদ

মন্তব্য

1.

নির্বাহী প্রকৌশলী

1 জন


নাই


2.

সহকারী প্রকৌশলী (সিভিল)


3 জন


১ জন


3.

সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

1 জন


নাই


4.

উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)


1 জন


নাই


5.

সহকারী প্রশাসনিক কর্মকর্তা


1 জন


নাই


6.

হিসাব রক্ষক

1 জন


নাই


7.

কম্পিউটার অপারেটর

1 জন


নাই


8.

হিসাব সহকারী কাম-ক্যাশিয়ার

1 জন


নাই


9.

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

2 জন


নাই


10.

ডাটা এন্ট্রি অপারেটর

নাই


1 জন


11.

অফিস সহায়ক

3 জন


নাই


12.

নাইট গার্ড

1 জন


নাই


 

৩. মোট উপজেলা ইইডি অফিস:

ক্রম.

উপজেলার নাম

শিক্ষা প্রকৌশল অফিস নাম 

অবস্থান

পদসংখ্যা

বর্তমানে কর্মরত পদ

মন্তব্য

১.

নেত্রকোণা সদর

উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয় (সিভিল)


3


২.

বারহাট্টা


3

--


৩.

মোহনগঞ্জ


3

2


৪.

মদন


3

3


৫.

দুর্গাপুর


3

1


৬.

কলমাকান্দা


3

1


৭.

পূর্বধলা


3

1


৮.

আটপাড়া


3

2


৯.

কেন্দুয়া


3

--


১০.

খালিয়াজুরী


3

2



৪. শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোণা  কর্তৃক বাস্তবায়নাধীন যত প্রকল্প:


ক্রমকি নং

প্রকল্পরে নাম

1.

নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প

2.

নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্প

3.

নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প।

4.

১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্তাপন (টিএসসি) শীর্ষক প্রকল্প।

5.

কারিগারি শিক্ষা অধিদপ্তরাধীণ ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্প।

6.

সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প।

7.

সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আসবাবপত্র প্রস্তুত ও সরবরাহ কাজ। 

8.

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প

9.

সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণ শীর্ষক  প্রকল্প।

10.

হাওর এলাকার  নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান  সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প